মুন্সী ফরহাদ হোসেন, মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে পূর্বের স্থানীয় ঝগড়ার জের ধরে রিফাত ওরফে হুমায়ূন সরদার (২২) নামে এক যুবককে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় আহতের বড় ভাই মোঃ কবির সরদার বাদী হয়ে সন্ত্রাসী মুন সরদার (২২),বেল্লাল সরদার(২৮),তামীম সরদার(২০)খাইরুল সরদার(২০)রিমন সরদার (২০) অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে,কালকিনি পৌরসভার মজিদবাড়ী (১ নং ওয়ার্ডের)বাসিন্দা সন্ত্রাসী মুন সরদারের সাথে ,বেশ কিছুদিন আগে স্থানীয় ঝামেলা চলে আসছিলো। স্থানীয় সালিশ মিমাংসার মাধ্যমে বিষয়টি আপোষ মিমাংসা হওয়ার পরেও তাদের মনের ভিতর ক্ষোভ থেকে যায় সন্ত্রাসী মুন সরদারের, পূর্বের শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রিফাত ওরফে হুমায়ন সরদার কে আহত করে।
পরে এলাকাবাসী আহত রিফাত ওরফে হুমায়ন সরদার কে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক জানান,
বর্তমানে তার মাথায় ধারালো চাপাতির আঘাতের ফলে মাথায় বেশ ক্ষত হয়েছে ফলে বেশ কিছু সেলাই লেগেছে তার মাথায়,রোগীর অবস্থা অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এলাকাবাসী এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায়র বিচার চেয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।