সম্পাদকীয় প্রতিবেদন(ইসমাইল হোসেন সৌরভ)
দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী বরগুনা জেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নে বড় মল্লিক বাড়ি জন্ম জাকির হোসেনের। বাবা দেলোয়ার হোসেন মাষ্টার।৫ ছেলে মেয়ের মধ্যে জাকির সবার বড় ছেলে।ছোট বেলা থেকেই বাবা মায়ের আদর্শে লালিত পালিত হোন তিনি।লেখাপড়ার ছিলেন খুবই মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এপ্লাইড কেমিস্ট্রি বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক পাস করেন। এর পর বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন। পটুয়াখালী জেলায় কাজ করে অল্পদিনেই পদোন্নতি পেয়ে ভোলা জেলায় এনডিসি হিসেবে নিযুক্ত হন। পরে পদোন্নতি পেয়ে ঝালকাঠি জেলায় এডিসি হিসেবে যুক্ত হন। সেখানে প্রধান নির্বাহী কর্মকর্তী হিসেবে দায়িত্ব পালন শেষে পদোন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে নিযুক্ত হন।এরপর নিজের কর্মদক্ষতা ও অভিজ্ঞতার আলোকে ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদোন্নতি লাভ করেন।সততা, কর্তব্য পরায়ণতা, কর্মদক্ষতার ফলস্বরপ তিনি এ সম্মানের জায়গা অর্জন করেছেন বলে আত্মীয়-স্বজন ও তার সহকর্মীরা জানিয়েছেন।তিনি বরগুনা জেলার অহংকার। তার এমন সাফল্যে বরগুনা বাসি আনন্দিত। আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী ও সহকর্মীরা একে একে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। তার এ সাফল্যের প্রতিটি ধাপ পাড় হতে সাথে ছিলেন মা বাবার পাশাপাশি তার প্রিয় স্ত্রী সুলতানা রাজিয়া।তার স্ত্রী বাংলাদেশ সোনালী ব্যাংকে কেন্দ্রীয় কার্যালয়ে এজিএম হিসেবে নিযুক্ত আছেন।২ ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার তাদের ।
বাকি দিনগুলো দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে চান জাকির হোসেন।তার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।