আশরাফুল আলম সরকার, বিশেষ প্রতিনিধি
গত ২৬-০৯-২০২৩ খ্রিঃ বিকাল অনুমান ১৫:০০ ঘটিকার সময় বাদীনির ছেলে রামিমুল ইসলাম বিজয়(১৪) বাড়ী হতে বাহির হয়ে পরবর্তীতে আর ফিরে না আসায় সূত্রে বর্ণিত মামলার ১নং আসামী জুয়েল বেপারী(৩৫) শ্রীপুর থানার নিখোঁজ জিডি এন্ট্রি করে। শ্রীপুর থানা পুলিশ উক্ত জিডির বিষয়ে অনুসন্ধান করাকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ১নং আসামী জুয়েল বেপারী(৩৫)সহ মামলার ২ নং আসামী উজ্জল মিয়া @ শামীম(২৫) ও ৩নং আসামী মোঃ জোবায়েদ ইসলাম জিহাদ(২০)-দের ০১-১০-২০২৩ খ্রিঃ বেলা অনুমান ১৪:৩০ ঘটিকার সময় আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করিলে বর্ণিত আসামীরা স্বীকার করে যে , গত ২৬-০৯-২০২৩ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৫:৩০ ঘটিকার সময় শ্রীপুর থানাধীন গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর সাকিনস্থ খিলাউফুই টেক নামক গজারি বনের ভিতর নিয়ে ধারালো অস্ত্র দ্বারা ভিকটিম ছেলে রামিমুল ইসলাম বিজয়(১৪)কে গলা কেটে দেহ হতে মাথা বিচ্ছিন্ন করতঃ হত্যা করে। ১নং আসামী জুয়েল বেপারী হত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য অতি উৎসাহি হয়ে মামলার বাদীনিদের সহিত কোন প্রকার পরামর্শ না করে শ্রীপুর থানায় উপরোক্ত নিখোঁজ জিডি এন্ট্রি করেছিল। ১নং আসামী বাদীনির ছেলের নিখোঁজের বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার তালবাহানামূলক কথা বলে উক্ত নিখোঁজের বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে। বাদীনির ছেলে নিখোঁজের পর বাদীনির ছেলের মোবাইল নম্বর থেকে ১নং আসামী তার সহযোগিদের মাধ্যমে ১নং আসামীকে ফোন করিয়ে বাদীর ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপন হিসেবে দাবি করেছে মর্মেও বাদীনিদের নিকট জানায়। ১নং আসামী জুয়েল বেপারী বাদীনির স্বামীর ব্যাংকে থাকা টাকা হতে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই ২ ও ৩নং আসামীর সাথে নিয়া পরস্পর যোগসাজসে বাদীনির ছেলেকে ২৬-০৯-২০২৩ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৫:৩০ ঘটিকার সময় শ্রীপুর থানাধীন গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর সাকিনস্থ খিলাউফুই টেক নামক গজারি বনের ভিতর নিয়া ধারালো অস্ত্র দ্বারা বাদীর ছেলে রামিমুল ইসলাম বিজয়(১৪)কে গলা কেটে দেহ হতে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করতঃ হত্যার রহস্য গোপন করার জন্য উল্লেখিত স্থানে মৃত দেহ ফেলিয়া লাশ গুম করে। আসামীদের দেখানোমতে ভিকটিম রামিমুল ইসলাম বিজয়(১৪) এর মৃত দেহ শ্রীপুর থানা পুলিশ উদ্ধার করে। উল্লেখিত ঘটনার বিষয়ে নিখোঁজ ভিকটিমের মাতা হাসনারা বেগম(৩৭), স্বামী- মোঃ রোমান মিয়া, সাং- চন্নাপাড়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর আসাম