আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরের অস্থায়ী বেদিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক ও যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মো: মতলুবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম, পৌর সভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, জেলা পরিষদ ওপৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা। এ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।