এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফলে পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই রেজাউল করিমের ছুরিকাঘাতে বড় ভাই রুহুল আমিন সার্ভেয়ার খুন হয়েছে। এসময় ছোট ভাই রেজাউল করিম ও ভাগিনা রুবেল হোসেন গুরুত্বর জখম হয়ে বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৬ই নভেম্বর) বেলা ২টা ৪৫ মিনিটের উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলভী বাড়িতে এঘটনা ঘটে। নিহত মোঃ রুহুল আমিন সার্ভেয়ার (৫৫), ওই ওয়ার্ডের বাসিন্দা মৃত মোঃ হাফেজ মাস্টারের বড় ছেলে। তিনি বিভিন্ন জমি-জমা মাপের কাজ করতেন।
আর গুরুত্বর জখম হয়ে আহত মোঃ রেজাউল করিম (৪৫) এর পিতাও মৃত মোঃ হাফেজ মাস্টার। এবং অন্যজন আহত আপন ভাগিনা রুবেল হোসেন (৩৫), কেশবপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ আবুল হোসেন মাওলানার ছেলে। সময় ভিকটিম মোহাম্মদ রুহুল আমিন ( ৫৫) ও মোহাম্মদ রেজাউল করিম (৪৫) উভয় আপন দুই ভাইয়ের মধ্যে পূর্ব থেকে জমিজমা সংক্রান্তে বিরোধ চলে আসছিল।
বাড়ি, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিমের জায়গা জমি বড় ভাই রুহুল আমিন ও বোন রাহিমা বেগম মিলে সকল সম্পত্তি ভোগদখল করে ছোট ভাই রেজাউল করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখত। উক্ত বিরোধের জের ধরে ঘটনার সময় রেজাউল করিম এর সাথে আপন বড় ভাই রুহুল আমিন ও ভাগিনা মোঃ রুবেল হোসেন এর সাথে মারামারির হয়। মারামারির এক পর্যায়ে তিনজনের মধ্যে দাড়ালো চাকু দিয়ে কোপাকুপি হয়। ছোট ভাই রেজাউল করিমের হাতে থাকা উক্ত ধারালো চাকুর আঘাতে বড় ভাই রুহুল আমিন এর বুকের ডান পাশে রক্তাক্ত ও বাম হাতের কাদের উপর গুরুতর রক্তাক্ত জখম হয়। অপরদিকে ভাগিনা রুবেলের মাথায় হাতে-পায়ে জখম হয়।
এদিকে তাদের আঘাতে ছোট ভাই রেজাউলের মাথায় ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত আহতদেরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন এবং ছোট ভাই রেজাউল ও ভাগিনা রুবেলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠানো হয়।
আহতদের বাউফল থানা পুলিশের পাহারায বরিশালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে রুহুল আমিনের লাশ বাউফল হাসপাতাল থেকে থানায় নিয়ে রাখা হয়েছে।
এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, আসলে ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক বিষয়। বড় ভাই তার ছোট ভাইয়ের জমি গুলো ভোগদখল করে রাখে। সেই বিষয় নিয়ে বড় ভাই ও ভাগিনার সাথে ছোট ভাইয়ের মারামারির একপর্যায়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হন। এবং ছোট ভাই ও ভাগিনা আহত হন। তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনা শুনেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।