মো:জসিম,স্টাফ রিপোর্টার:
বরগুনা সদরের ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্যিক স্থাপনা অপসারণ ও যত্রতত্র অটোরিকশা, সিএনজি, বাইক পার্কিং বন্ধে সম্মানিত জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, এসপি বরগুনা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বরগুনা পৌর মেয়রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সচেতনতা অভিযান পরিচালনা করেন।
এসময় বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর ও সদর থানার ওসি মোঃ মজান রহমান সার্বিক আইন শৃঙ্খলা রক্ষাসহ জেলা প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নের সমন্বয় করার দায়িত্ব নিয়ে সকলকে আস্বস্ত করেন। বিকল্প পার্কিং ও ফ্রুুটস (ফল) জোন ৭ দিনের মধ্যে চালু হবে।
বরগুনার সড়কে শৃঙ্খলা আনয়ন ও পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্য উপজেলা প্রশাসন সবসময় জনগনের পাশে থাকবে।