মোঃ লিংকন মিয়া,স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধা রেলওয়ে স্টেশনে লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিম অসহায় দরিদ্র প্রতিবন্ধী ও পথ শিশুদের নিয়ে পিঠা উৎসব করেন।
এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটির সদস্য মোঃ আখতারুজ্জামান আসিফ,জাহাঙ্গীর,সাফি,লিংকন,হাসিবুল,শরিফুল,রুহুল,তৌহিদুল, স্মৃতি,লামিয়া,নিধি,সাম্মী,লিজা,সুমাইয়া,তামান্না,ইসরাত সহ আরও অনেকে।
এসময় তারা জানান এই শীত মৌসুমে আমরা সবাই নানা রকম পিঠা খেয়ে থাকি।কিন্তু এই অসহায় গরিব প্রতিবন্ধী পথশিশুরা পিঠা খাইতে পারে না।তাদের মুখে হাসি ফোঠানোর জন্য এ আয়োজন করা হয়।
এসময় শিশুরা জানান তারা খেয়ে না খেয়ে দিনযাপন করে থাকেন।তাদের ভালমন্দ খাবার জুটে না তারা পিঠা কই পাবে।তারা পিঠা খেতে পেরে খুব খুশি।