ইত্তিজা হাসান মনির
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমড়াখালী গ্রামের মৃত্যু সামসুল হক গরামীর মেয়ে জেসমিন (২২) বিবাহ হয় একই উপজেলার দঃ লাকুরতলা গ্রামের পনু মিস্ত্রীর ছেলে মাওলানা আঃ রশীদ সোহেলের সাথে বিবাহে পর দীর্ঘ তিন বছর ঘর সংসার করার এক পর্যায় জেসমীনকে প্রবাসে পাঠায় সোহেল পাচ বছর প্রবাসে থাকার পর সোহেল কে কোন ভাবেই মেনে নিতে পারেনি জেসমীন।
নিজের আপন ভাই মামুনের শালী জেসমীনের সাথে প্রেম শুরু করে বদরখালী ইউনিয়নের কাহারমুদাবাদের আনসার বয়াতীর ছেলে মাসুম (১৯) এর সাথে।
গত কাল ২৮ শে জানুয়ারী দুপুরে নিজ বাড়ীর উঠানে বসে গ্যাস ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পরলে সন্ধায় বরগুনা সদর হাসপাতালে মৃত্যু হয়।
২৯ শে জানুয়ারী দুপুরে নিজ বাড়ীতে বসে গ্যাস ট্যাবলেট খেলে আত্মীয় স্বজন বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পরেন মাসুম।
উল্লেখ্য যে গত ২২ শে জানুয়ারী স্বামী সোহেলের নামে করা যৌতুকের মামলা আদালতে হাজিরা দিতে এসেছিল জেসমিন।
বদরখালী মাসুমের বাড়ীতে গিয়ে দেখা যায় দুই প্রেমিক প্রেমিকার চব্বিশ ঘন্টা ব্যবধানে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যুতে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।