এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালীতে আবারও গোয়েন্দা শাখা ডিবি পুলিশের হাতে ১ কেজি গাঁজা ও ৫০ পিচ ইয়াবা সহ মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা সহ মাদক কারবারি রাহিমা বেগম নামে একজন আটক হয়েছে।
ডিবি পুলিশ জানান, পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় পটুয়াখালী ডিবি পুলিশের ওসি একেএম আজমল হুদার নেতৃত্বে মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারী) পটুয়াখালী সদরের ১নং ওয়ার্ডস্থ টাউন জৈনকাঠীতে এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে নিজের বসত ঘরের সামনে থেকে মোসাঃ রাহিমা বেগম (৪৭), স্বামী-মোঃ খলিল মৃধা, পিতা-মৃত ইয়াছিন হাওলাদার, মাতা-মৃত হায়াতুন নেছা, সাং-টাউন জৈনকাঠী, ১নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভাকে আটক করা হয়।
এসময় তার নিকট থেকে নীল রংয়ের পলিথিনে মোড়ানো ০২টি গাঁজার প্যাকেটে মোট ১ কেজি গাঁজা ও একটি ছোট সাদা রংয়ের এয়ার টাইট জিপারের মধ্যে রক্ষিত ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানা গেছে।