প্রতিনিধি,মোস্তাক আহমেদ বাপ্পি
ঈদুল ফিতর (আরবি: عيد الفطر, অর্থ: “রোজা/উপবাস ভাঙার আনন্দ”)
ফেরু ডিসট্রিক্ট পুর্তিমাও সিটি
পুর্তুগাল এর জারদিন গিল এনিসে ঈদুল ফিতরের নামাজ পুর্তুগাল সময় সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়।
পুর্তুগালে প্রতি বছরের ন্যায় দেশটির বিভিন্ন শহরে বসবাসকারী মুসলমানরা পবিত্র ঈদের নামাজ আদায় করেন খোলা মাঠে। এবারও ইউরোপের সর্ববৃহৎ ঈদ জামাতটি অনুষ্ঠিত।
ঈদুল ফিতরের নামাজ সঠিক সময়ে আরম্ভ হয়।
প্রবাসী বাংলাদেশি ধর্ম প্রাণ মুসলিম কমিউনিটি সহ সকল ব্যবসায়ী,রাজনৈতিক ও চাকরিজীবী গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করে।
এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সাথে অংশ গ্রহণ করে বিভিন্ন দেশের ইসলাম ধর্মের মুসলমান গণ।
ঈদুল ফিতরের নামাজ পড়ায় আফ্রিকান বংশধর পুর্তুগিজ ঈমাম সাহেব।
পূর্ব ঘোষিত সময়ে নামাজ শেষে মোনাজাতে ফিলিস্তিন সহ সকল ধর্ম প্রাণ মুসলিম জনগণের জন্য দোয়া প্রার্থনা করেন। দোয়া শেষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন কমিউনিটি নেতৃবৃন্দ। দূর প্রবাসে থেকেও যেনো ঈদের এই মিলন মেলায় মনে হচ্ছে “”মিনি বাংলাদেশ “”