পোরশা থানা প্রতিনিধিঃ- মোঃ তোফাজ্জল হোসেন
পোরশা নিতপুরে যুব বিভাগ কমিটি গঠন করেন বাংলাদেশ জামায়তে ইসলামী সংগঠন
সভাপতিত্ব করেন মোঃ ইয়াদুল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামী (যুব বিভাগ)
মোঃ আহম্মদ হোসেন
সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলাম।
বক্তব্য বলেন যুব সমাজ যদি অক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমাদের সমাজ টি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে ।
সে সময় কিছু কার্যক্রম গুলো উল্লেখ করে বলেন আমাদের সকল কে এক হয়ে কাজ করতে হবে।
আমার সবাই ইসলামী পথে চলবো এবং আমাদের আসে পাশে যে সকল ব্যক্তিরা মাদক সেবন করে তাদের কে ইসলামী কথা বলে বুঝাতে হবে যেনো মাদক সেবন না করে আমাদের সমাজ টি কে বাঁচাতে হবে মাদক থেকে।
এবং আপনাদের প্রতি টি গ্রামে যে বাল্যবিবাহ হয়ে থাকে তাদের কে বুঝাতে হবে অল্প বয়সে যে বিবাহ দিলে সমাজের ক্ষতি তাদের পরিবার কে বুঝাতে হবে।
আমরাই পারি এই যুব সমাজ কে ঠিক করতে।
সে সময় নতুন কমিটি গঠন করে তাদের কে বরণ করে নেন।
যুব সমাজের কমিটি সভাপতি দায়ত্ব দেন মোঃ শিহাব আলী
যুব বিভাগ, ১ নং নিতপুর ইউনিয়ন পোরশা, নওগাঁ।
মোঃ ওয়াসিম আলী
সেক্রেটারি, ১নং নিতপুর ইউনিয়ন পোরশা, নওগাঁ।