1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
Title :
শ্রীপুরে তুলার গোডাউনে আগুন শুক্রবারে বিয়ে সোমবারে শ্বশুর বাড়ি যেতে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু পাইকগাছায় পলিথিনসহ বর্জ্য দূষণ হ্রাস ও সুন্দরবনের উন্নয়ণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  বিশ্বাস ঘাতক প্রেমিকার জন্মদিনে কেক কেটে প্রেমিকের ব্যতিক্রমী জন্মদিন পালন নীলফামারীর পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ শিশুকে নিয়ে ট্রেনের নিচে পড়ে মায়ের আত্মহত্যা বাংলাদেশ হাইকমিশন কর্তৃক বৃটিশ পাসপোর্টে নো- ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে পলাশবাড়ীতে ৪০ পদের চা বিক্রি করে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান মোঃ মজনু নিমাইয়ের বাড়িতে ১৬ তম বার্ষিক ওরশ মোবারক গাজীপুরের শ্রীপুরে জুট গুদামে ভয়াবহ আগুন

বিতর্কিত ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ, যা বললেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯ Time View

হৃদয় শিকদার ,নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫-১৬ বছরে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। গণতনে্ত্রর আকাঙ্ক্ষাকে তারা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। ফ্যাসিবাদী সরকারের কবল থেকে মুক্তি পেতে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল ১৫ বছর ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। জাতির সামনে যে সংকট তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য। সংস্কারের জন্য অন্তর্র্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত। তিনি আরও বলেন, বিতর্কিত ব্যক্তিকে উপদষ্টোর দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা করতে হবে। গণতানি্ত্রক শক্তিগুলোর নেতিবাচক আলোচনায় ফ্যাসিবাদের দোসররা নতুন করে মাথাচাড়া দিচ্ছে।
মঙ্গলবার বিকালে লালমনিরহাটে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ ছয়টি বিষয়ে কমিটি গঠন করেছে। তারা যাতে সংস্কারগুলো শেষ করতে পারেন সেজন্য সময় দিতে আমাদের একটু সহনশীল হওয়া উচিত। তিনি বলেন, অনেকেই হয়তো ভাবছেন তিন মাসেই সব কিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু গত সরকারের একটি ধ্বংসযজ্ঞ থেকে দেশকে বের করে নিয়ে আসা এত সোজা তো নয়। তিনি বলেন, নতুন করে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয় সেজন্য বিতর্কিত কোনো ব্যক্তিকে উপদষ্টোর দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা করতে হবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদী আওয়ামী লীগ সব সময় ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। প্রায় ৭০০ জনকে গুম করা হয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনেত্রী খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে থাকতে হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ প্রজন্মের নেতা যার জন্য বাংলাদেশ তাকিয়ে আছে। সেই তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য ২ বছর আগে আমরা ৩১ দফা দিয়েছে। সেই ৩১ দফা নিয়ে আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি।

বড়বাড়ী শহিদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সালে শুরু হয় শহিদ জিয়া ফুটবল টুর্নামেন্টের। এবারে ষষ্ঠতম প্রতিযোগিতা বসেছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে রংপুর বিভাগের আট জেলার পাশাপাশি রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দলের খেলোয়াড়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং