মো:সৈকত জামান প্রিন্স
ফুলছড়ি-গাইবান্ধা প্রতিনিধি:
ফুলছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভুইয়া, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, উদাখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সভাপতি শহর আলী মোল্লা, যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, মৎস্যজীবী দলের সেলিম রেজা, কৃষক দলের আহ্বায়ক গোলজার রহমান, ছাত্রদলের নেতৃবৃন্দ জয়নাল আবেদিন, রায়হান মাহমুদ রাহুল এবং শাহরিয়ার নিজাম সৌরভ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে অবদান স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনায় বক্তারা উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা করেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১৭ বছর নির্বাসিত রেখেছে। তারা আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতা-কর্মীরা চরম হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বক্তারা দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যেন কোনভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার বলেন, ৫ আগস্টের পর অনেক সুবিধাবাদী দলের অনুপ্রবেশের চেষ্টা করছে। এ বিষয়ে সজাগ থাকার পাশাপাশি দলীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তারা দ্রুততম সময়ে রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।