1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
ব্রাক্ষণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে বিশাল ইফতারি আয়োজন ঝুঁকিপূর্ণ ও  অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকুন                                        হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি বাউফলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বুড়শ্বর (পায়রা) নদী হতে জেএস এন্টারপ্রাইজের অবৈধ বালু উত্তোলন ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাঙ্গন কবলিত মানুষ টাঙ্গাইলে ফসলি জমির মাটি কাটায় তিনজনের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত গোবিন্দগঞ্জে এক স্কুল ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা রংপুর রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ দৈনিক জনজাগরণ পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে ইফতার, দোয়া ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত রূপগঞ্জের মুদি দোকানির মেয়ে জাকিয়া আক্তার জবি’র ঘ ইউনিটে প্রথম ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

চাচার হাতে ভাতিজা খুন, প্রতিবাদে জনতার আগুনে খুনির ঘর পুড়ে ধ্বংস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে খুন হয়েছেন ভাতিজা শামিম মিয়া (৩০)। এসময় গুরুতর আহত হয়েছেন নিহত শামীমের বাবা অজেদ সিকদার (৫৫) ও বড় ভাই রেজাউল ইসলাম (৩২)। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এঘটনায় স্থানীয় জনতারা ক্ষোভে ও প্রতিবাদে খুনি চাচার বসতঘরে আগুন দিয়ে পুড়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড গ্রামারোদন গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শামিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত শামিম পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার দুই নাবালক সন্তান জুনায়েদ (৪) ও জুম্মান (দেড় বছর) এতিম হয়ে গেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুদ্দুস সিকদার ও অজেদ সিকদারের মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। অজেদ সিকদার সম্প্রতি আদালতের মাধ্যমে ওই জমিতে ঘর তুলতে নিষেধাজ্ঞা চেয়ে ১৪৪ ধারা জারি করেন। তবে কুদ্দুস সিকদার আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক ঘর তোলা শুরু করলে অজেদ সিকদার থানায় অভিযোগ করেন।

পুলিশ এসে ঘর তোলার কাজ বন্ধ করে দিলেও কুদ্দুস সিকদার নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ঘর তুলতে গেলে বাধা দেন অজেদ সিকদার। এতে ক্ষিপ্ত হয়ে কুদ্দুস সিকদার (৫৫), তার ছেলে এনামুল সিকদার (২৬) ও স্ত্রী রেহেনা বেগম (৪০) মাটি কাটার কোদাল ও লাঠিসোঁটা নিয়ে অজেদ সিকদারের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তারা অজেদ সিকদারকে মারধর করলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার দুই ছেলে শামিম ও রেজাউল। তখন তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় তিনজনই শরীরের বিভিন্ন অংশে ও মাথায় মারাত্মকভাবে আহত হন।

স্বজনরা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে ওইদিনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে শামিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। এদিকে রেজাউল ও অজেদ সিকদারও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন পরিবার।

এঘটনার পর থেকে অভিযুক্ত কুদ্দুস সিকদার, এনামুল সিকদার ও রেহেনা বেগম পলাতক রয়েছেন। তবে তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈয়দুজ্জামান ও থানার ওসি মো. আশাদুর রহমান।

এদিকে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শামিমের জানাজা নামাজ শেষে উত্তেজিত জনতা খুনি চাচা কুদ্দুস সিকদারের বাড়ির দিকে এগিয়ে যায় এবং “খুনির বিচার চাই” স্লোগান দিতে দিতে কুদ্দুস সিকদারের নির্মাণাধীন বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। এসময় জনতারা বিক্ষোভ মিছিল থেকে দ্রুত খুনিদের ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরটি আগুন পুড়ে কয়লা হয়ে যায়। 

নিহত শামিমের স্ত্রী আয়শা বেগম বলেন, “আমার দুই ছোট বাচ্চা এখন এতিম হয়ে গেল! আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হলো। আমি দোষীদের কঠোর শাস্তি চাই!”

রেজাউলের স্ত্রী খাদিজা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা পুলিশের সহযোগিতা নিয়েছিলাম, পুলিশ কাজ বন্ধও করিয়েছিল। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। কুদ্দুস সিকদার ও তার ছেলে পরিকল্পিতভাবে আমার দেবরকে মেরে ফেলল। আমার স্বামী ও শ্বশুরের অবস্থাও ভালো না।”

গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, “এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। লাশ পোস্টমর্টেম শেষে লাশ দাফন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।”

ওসি আরও বলেন, এদিকে রোববার দুপুরের দিকে শামীমের লাশ দাফন শেষে উত্তেজিত জনতা কুদ্দুস সিকদারের বসতঘরে আগুন দিয়ে পুড়ে ধ্বংস করেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং