
নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজদিখান ১২ই ম গ্রাম চিকনিসার বরাগাদী ইউনিয়ন সিরাজদিখান মুন্সিগঞ্জ রবিবার বৈশাখী পূর্ণিমা অনুষ্ঠান চলাকালীন সময় আনুমানিক রাত নয়টার দিকে গ্রামের কিছু বখাটে ছেলে বিশৃঙ্খলা সৃষ্টি করে হিন্দু সম্প্রদায়ের লোক বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ জানান একই গ্রামের পিতা মোঃ আলী মাতা জায়দা বেগম এর বড় ছেলে হিন্দু বাড়িতে অবস্থানরত ছিল সে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ জানালে আক্রমণকারীরা হিন্দু সম্প্রদায়ের লোক সহ সুশান্ত বাড়ৈ পিতা (সুবল বাড়ৈ,) তপু হাওলাদার পিতা (মন্টু হালদার ) বিজয় মন্ডল পিতা ( জয় হরি মন্ডল ) বিশ্বজিৎ মন্ডল পিতা( ভোলানাথ মন্ডল)এবং জাহিদ হোসেন কে মেরে গুরুতর আহত করে এবং পরে উপজেলা হাসপাতালে খবর নিয়ে জানা যায় জাহিদ হোসেনের অবস্থা খুবই আশংকা জনক। ঘটনাস্থলে খবর নিয়ে জানা গেছে জাহিদ হোসেনের আপন ছোট দুই ভাই মোহাম্মদ সাহিদ বাংলাদেশ জামায়াত ইসলামী এক জন নেতা ও শহিদুল ইসলাম ঘটনাস্থলে নেতৃত্ব দেয় এবং আরো কতিপয় মুসল্লিরা মিলে এই ঘটনা ঘটায় থানার ডিউটি অফিসারের কাছে এ বিষয় জানতে চাইলে সে বলে এ ঘটনার এখনো কোনো মামলা হয়নি মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে