রাজশাহী তানোর প্রতিনিধি:
গোলাম রাব্বানী (সফল)
বড়পুকুরিয়া আধিপত্য দেশীয় মদ চুলায় তৈরি করছে।
একটি ঘটনা ঘটেছে এসেছি ওখানকার স্থানীয় ৩ নং পছন্দর ইউনিয়ন, সাবেক কাউন্সিলর জয়নাল উদ্দিন,
আরো এলাকাবাসীকে ওই সাবেক কাউন্সিলর জয়নাল উদ্দিন, ৩ নং পছন্দর ইউনিয়ন উক্ত গ্রামের স্থানীয় লোকজন সমাগম করে নেন।
স্থানীয় সূত্রে মোঃ মোস্তাফিজুর রহমান তার সঙ্গে যৌথ ২০ থেকে ২৫ জন লোক নিয়ে। ওই ঘটনাস্থলে উপস্থিত হন মোস্তাফিজুর রহমান । আমাকে বলে আপনার পরিচয় কি,
তখন আমি বলি আমি একজন সাংবাদিক কিন্তু সে আমার কথা এড়িয়ে কথন ও অবগতন এবং স্থানীয় সূত্রে সাংবাদিকের উপর। হামলার করার চেষ্টা করে।
ওখানে আরো উপস্থিত ছিলেন বনকেশর ব্রিজ ঘাট উচ্চ বিদ্যালয়ের নাইট গার্ড সিরাজ, এবং ইমরান কেরানি। আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে।
সাবেক কাউন্সিলর ৩ নং পছন্দর ইউনিয়ন সাবেক কাউন্সিলর জয়নাল উদ্দিন। বলে তোমরা কারা তখন আমি বলি আমি একজন পেশায় সাংবাদিক।
আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে দেশী চুলায় মদ যুবসমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে।