
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা |
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলো পরিবেশের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব ইটভাটা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে কামারজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউল ইসলামের মালিকানাধীন ইটভাটাটি কোনো বৈধ ছাড়পত্র ছাড়াই চলছে বলে সংশ্লিষ্ট তথ্য সুত্রে জানা গেছে। এবিষয়ে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা জেলার পরিদর্শক শের আলম বলেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
সুন্দরগঞ্জ ও সর্বানন্দ এলাকায় ইটভাটাগুলো জনবসতি ও ফসলি জমির খুব কাছে অবস্থিত। এসব ভাটায় কয়লার পরিবর্তে দেদারসে পুড়ছে বনের কাঠ, যার ফলে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা । ধোঁয়ার প্রভাবে স্থানীয় কৃষি জমিতে ফলন কমছে এবং এলাকার মানুষের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন চর্মরোগ ছড়িয়ে পড়ছে।