
বিশেষ প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন আহমেদ রানা
গাজীপুর জেলায় অবৈধ ভাবে বিল্ডিং নির্মাণ কাজের দৌড়াত চলছে প্রশাসনের নাকের ডগায় । এ যেন মহা মাড়িতে রূপান্তিত ধারণ করছে গাজীপুর জেলায় নেই কোন প্রশাসনিক ব্যবস্থা পনা এ যেন দুর্নীতির রাজ্য হয়ে দাঁড়িয়েছে আজ গাজীপুর মহানগরে তেমনি একজন অবৈধভাবে বিল্ডিং নির্মাণ কাজ করছেন মোসা ঃ মাহমুদা ও স্বামী মোঃ সামছুল হক গাজীপুর সিটি কর্পোরেশন ১৪ নং ওয়ার্ড ইসলামপুর।
এ বিষয়টি নিয়ে এলাকাবাসী এবং স্থানীয় ব্যক্তিরা পরপর প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে এবং গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও বাসন থানা গাজীপুর মহানগর। স্থানীয় ব্যক্তি মোছাঃ রওশনারা আক্তার তিনি পরপর তিনটি জায়গায় অভিযোগ দিয়েছেন যে মোসাম্মৎ মাহমুদা তার স্বামী শামসুল হক অবৈধভাবে রাজউকের অনুমোদন বিহীন আমাদের এলাকার বাসীদের চলাচলের রাস্তার উপর বহুতল বিল্ডিং নির্মাণের কাজ করছেন। এ ব্যাপারে আমাদের গণমাধ্যম কর্মী কাছে অভিযোগ করেন তখন আমাদের গণমাধ্যম কর্মী তথ্য সংগ্রহের জন্য সরজমিনে ইসলামপুর নির্মাণাধীন বিল্ডিং এ পৌঁছে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারেন রাজউকের নিয়ম অনুযায়ী বিল্ডিং এর তিন দিক দিয়ে তিন ফুট করে জমিন ছাড়তে হয় এবং রাস্তার ধার দিয়ে ৫ ফুট জমিন ছাড়তে হবে কিন্তু তিনি রাস্তার উপর চলে আসেন আরও এক ফুট এ ব্যাপারে আমাদের গণমাধ্যম কর্মী বাড়ির মালিক মাহমুদা কে ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বামী শামসুল হক আমাদের গণমাধ্যম কর্মীদের প্রাণনাশের হুমকি প্রদান করেন কিছু দলীয় সন্ত্রাসীদের দিয়ে ।
চেয়ারম্যান মহোদয়ের কথা বলা হয়েছে যে আপনাদের চেয়ারম্যান সাথে আমাদের কথা হবে আপনি এখানে কথা বলতে আসবেন না । তিনি হুমকির তোয়াক্কা না করে পরপর দুইটি নোটিশ তৈরি করে গাজীপুর বাসন থানায় পাঠান কিন্তু তার নোটিশের কোন উত্তর এখনো তিনি পাননি তখন আমাদের গণমাধ্যম কর্মী গাজীপুর বাসন থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ এর সাথে কথা বলে জানতে পারি এবং তিনি বলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কাছ থেকে যদি কোন নোটিশ এসে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।