মো:সোলাইমান খান:
আজ ১৪.০৭.২০২৩ ইং বিকেল ৩ ঘটিকায় দৌলতপুর উপজেলার, খলসী ইউনিয়নবাসীর আয়োজনে খলসী হাই স্কুল মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. মহিদুর রহমান মহি এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সালাউদ্দিন মাহমুদ জাহিদ(এস.এম.জাহিদ)।তিনি ঢাকা মহানগর যুবলীগ এর সাবেক সভাপতি,বাংলাদেশ আওয়ামী কেন্দ্রিয় কমেটির সাবেক সাংগঠনিক সম্পাদক ,মানিকগঞ্জ জেলা আওয়ামীলিগ এর সাবেক ও বর্তমান উপদেষ্টা মন্ডলির সদস্য। বক্তব্যর মাঝে তিনি আওয়ামীলীগ সরকারের শিক্ষা,চিকিৎসা, যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন উন্নায়ন চিত্র তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট চান।উন্নায়ন এর ধারা অব্যহত রাখতে তিনি সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার অনুরোধ করেন।
এছারা তিনি সাধারণ মানুষের মতামত শুনেন এবং আগামী সংসদ নির্বাচন নিয়ে করনীয় শীর্ষক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। দলকে শক্তিশালী করার পাশাপাশি চেষ্টা করেছি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। জননেত্রী শেখ হাসিনা জনকল্যাণমূলক কাজ ও আমার বিগত দিনের সাংগঠনিক কর্মকান্ড মূল্যয়ন করে এবার আমাকে দলীয় মনোনয়ন দেবেন বলে আমি আশা করছি।সেই সাথে সকল কে কথা দিচ্ছি আমি যদি আপনাদের এলাকায় জনপ্রতিনিধি হতে পারি,বিগত ৫০ বছরে যে উন্নায়ন হয়নী আমি চেষ্টা করবো ততটুকু উন্নায়ন করতে। চেষ্টা করবো আমার এলাকার ভাই বোন দের জন্য কর্মসংস্থান এর ব্যবস্থা করার।এছারা তিনি বলেন,চর অঞ্চল এর মানুষের জন দূর্ভোগ কমাতে নৌ এম্বুলেন্স ব্যবস্থার আস্থাস দেন,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এর জন্য বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।এই সময় হাজারো মানুষ হাত উচু করে সকলে উনার পাশে থাকার সম্মতি জানান।
তিনি আরো বলেন,মনোনয়ন পেয়ে যদি বিজয়ী হতে পারি ইনশাআল্লাহ। হানাহানি, ঘুষ-দুর্নীতি ও মাদকমুক্ত করে ঘিওর দৌলতপুর শিবালয়কে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।
ঘিউর ইউনিয়ন এর চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন,আমি ছোট একজন জনপ্রতিনিধি হিসেবে জানি,আসলে একজন জনপ্রতিনিধি কে হতে হয় মা-বাবার মত।যেটা আমরা এখন পযন্ত কনো এমপির মধ্যে পাইনি।আমরা আশা করছি যদি এস.এম.জাহিদ ভাই এই আসনে (মানিকগঞ্জ ১) আসনে নৌকার মনোনয়ন পান।দল মত নির্বিশেষে সকলে মিলে আমরা উনাকে জয়যুক্ত করবো।আমরা আমাদের একজন অভিভাবক পাবো,যিনি মা-বাবার মত আমাদের আগলে রাখবেন।
দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল, বলেন,বাংলাদেশ আওয়ামীলিগ কে শক্তিশালী করতে ও আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় করতে এস এম জাহিদ এর বিকল্প নাই। আমাদের চর অঞ্চল ও ঘিউর দৌলতপুর শিবালয় মানুষের মুখে হাসি ফোটাতে যে দক্ষ ও সৎ মানুষ দরকার তার সব গুলো গুন এস এম জাহিদ ভাইয়ের মাঝে আছে।
এ সময় উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, কলিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল সহ আওয়ামীলিগ,যুবলীগ, ছাত্রলীগ এর বিভিন্ন স্তরের নেতা কর্মি ও সাধারণ মানুষ।