বরগুনা প্রতিনিধি
অদ্য ১৯ই জুলাই, ২০২৩ খ্রিঃ, রোজ বুধবার, জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয় বরগুনা জেলার পুলিশ সুপারের কার্যালয়, বরগুনা সদর কোর্ট এবং পাথরঘাটা সার্কেল ও বরগুনা থানার দ্বি-বার্ষিক পরিদর্শন সু-সম্পন্ন করেন।
মানণীয় ডিআইজি মহোদয় সকালে জেলাধীন পাথরঘাটা সার্কেল অফিস এবং পাথরঘাটা থানা পরিদর্শন করেন। এরপর তিনি পুলিশ সুপারের কার্যালয়, বরগুনার উদ্দেশ্যে রওয়ানা করেন। বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে পৌছানোর পরে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে সশস্ত্র সালাম প্রদান করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়। অতঃপর তিনি বরগুনা সদর কোর্ট, বরগুনা থানা এবং পুলিশ সুপারের কার্যালয়ের দ্বি-বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপারের কার্যালয় এর জেলা বিশেষ শাখা, হিসাব শাখা, অপরাধ শাখা, পিআরও শাখা এবং নারী ও শিশু হেল্প ডেস্ক সহ পরিদর্শনকৃত সকল অফিসের যাবতীয় কার্যক্রম ও রেজিস্টারপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন । এ সময় তিনি সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে জনাব মোঃ আবদুস ছালাম, পুলিশ সুপার, বরগুনা মহোদয়, জনাব মোঃ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আবদুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ সকল অফিসার ইনচার্জ ও ইউনিট ইনচার্জগন উপস্থিত ছিলেন।
সবিশেষে সন্ধ্যায় পুলিশ লাইন্স, বরগুনার ড্রিলশেডে এক মনোজ্ঞ ” ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের পাশাপাশি ডিআইজি মহোদয় নিজেই সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের আনন্দ শতগুণ বাড়িয়ে তুলেন।
পরিশেষে বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান মহোদয়ের বদলীজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশ, বরগুনার পক্ষ থেকে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস সালাম মহোদয়।