আমাদের ইউক্যালিপটাস
_______________________
ফারিহা শারমিন
—————-
তোমার আমার সেই ইউক্যালিপটাস গাছ
কখনো বৃদ্ধ হবে না!
কেন হবে বলতো?
যেদিন সে প্রথম আমাদের দেখেছিল,
সবে তখন তার তারুণ্য,
আমাদের অট্টহাসিতে সে মুখরিত হয়ে
পাতাগুলো ঝিরঝির করে নাড়াতো,
আর ভাবতো হয়তো
‘এই দুই পাগল এর সাথেই আমি বৃদ্ধ হব’.
যেদিন তোমাকে বলেছিলাম তোমার জন্য
আমার মন কাঁদে, সেদিন এই গাছ টাও নীরবে কেঁদেছিল, আর ভেবেছিল আমাদের মিলন কবে হবে! 🥺
আমাদের যাত্রা টা দীর্ঘায়িত করার সুযোগ টা
যেদিন হাতছাড়া হলো,
সেদিন ইউক্যালিপটাস গাছটার কাছে গিয়ে
আমি বলে এসেছি,
“যেখানে হৃদয় নিংড়ানো ভালোবাসার কোন দাম নেই, সেখানে তুমি কোন প্রানের স্পন্দনে দোলায়িত হবে প্রতিদিন! ”
সেদিন আমার কথা শুনে গাছটা তার স্পন্দিত পাতাগুলোকে থামিয়ে দিয়ে দিল।
এখন আর সে কখনো আমাদের জন্য অপেক্ষা করবে না, আমাদের দুজনার শত স্বপ্নগুলোকে নিজের বুকের মাঝে জব্দ করে স্থির দাঁড়িয়ে থাকবে সারাজীবন!
আমাদের জন্য তার অপেক্ষার পালা শেষ! 😞