মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে ক্রমেই গতি পেয়েছে মাদকবিরোধী অভিযান। পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় বর্তমানে মাদকবিরোধী অভিযানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিদিন অভিযান চলছে। মাদক কারবারিরা নতুন কৌশলে ও নতুন ধরনের মাদকদ্রব্যের কারবার শুরু করলেও কঠোর নজরদারিতে তা ধরা পড়ছে। ‘জিরো টলারেন্স’নীতিতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে সাতক্ষীরা জেলা পুলিশ।এর ধারাবিকতায় সাতক্ষীরা কলারোয়া সীমান্তে থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তি আটক হয়েছে। আজ ২১শে জুলাই শুক্রবার উপজেলার সীমান্তবর্তী গয়ড়া বাজার থেকে আটক হওয়া এই ব্যক্তির নাম আব্দুল করিম (৫৪)।
তিনি উপজেলার গয়ড়া গ্রামের মৃত অম্বত আলির ছেলে। ফেন্সিডিল কারবারি হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে বলে জানা যায়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান শুক্রবার ‘কলারোয়া মিডিয়া সেল’ নামের হোয়াটসআপ গ্রুপে এ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আব্দুল করিম নামের এক ব্যক্তিকে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।