1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে প্রতিবেদককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২১৬ Time View

গাজীপুরের শ্রীপুরে প্রতিবেদককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় জমি সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন প্রকাশের জেরে “দৈনিক গণতদন্ত” পত্রিকার নিজস্ব প্রতিবেদককে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

হুমকির ঘটনায় সাংবাদিক মোঃ মুজাহিদ বৃহঃবার (২৭ জুলাই) গাজীপুরের শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই, শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে তিনি একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম মোল্লা এর নাম উঠে আসে। সেই সুবাদে বিবাদী প্রতিবেদককে ভয়-ভীতি ও হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় ২৫ জুলাই বিকাল ৩:০৩ টার সময় বিবাদীর ব্যবহৃত মোবাইল নং- (০১৬২৩৬৯২৬৬৩) থেকে সাংবাদিক মুজাহিদ এর ব্যক্তিগত মুঠোফোনে (০১৭১৩৯০২৮৩৮) অকথ্য ভাষায় গালাগালিসহ তালবাহানা মূলক কথা বলে এবং কথাবার্তার একপর্যায়ে উক্ত হুমকিদাতা তাকে খুন করে লাশ গুম করবে জানিয়ে সংযোগটি কেটে দেয়।

এ ঘটনা সাংবাদিক মুজাহিদ তার সকল সহকর্মীদের অবগত করেন। হুমকি দাতার কথাবার্তায় তার ক্ষতিসাধনের আশংকা রয়েছে বলে জীবনের নিরাপত্তা চেয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ করেন।

মুজাহিদ জানায়, অসহায় হতদরিদ্রদের হক বিনষ্টকারীরা প্রকৃত সুবিধা ভোগীদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে ভোগ করবে। একজন পেশাদার সংবাদ কর্মী তার পেশাগত দায়িত্ব অনুযায়ী বন্টনকারীদের দৃষ্টিগোচরে বস্তনিষ্ঠ তথ্য তুলে ধরবে প্রতিবেদনের মাধ্যমে এটা তার সামাজিক দায়বদ্ধতা। আর সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদ প্রকাশের পর লুন্ঠনকারীদের স্বার্থসিদ্ধিতে ব্যাঘাত ঘটেছে বিধায় হুমকি দাতা সাইফ (২৫) পিতা: অজ্ঞাত, সাং- শ্রীপুর, পৌরসভা ও থানা: শ্রীপুর, জেলা: গাজীপুর উক্ত নম্বর থেকে আমাকে ফোন করে অশ্লীল ভাষায় বিভিন্ন ধরনের হুমকি মূলক কথাবার্তা বলে ফোন কেটে দেয়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার অনুরোধ করছি।

সাংবাদিক মুজাহিদ আরো বলেন, ‘হুমকি দাতার কল রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে।’

অভিযোগ’র বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার জানান, মুজাহিদ একটি অভিযোগ করেছেন। হুমকির বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং