এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের (৬নং ওয়ার্ড) বিশিষ্ট রাজনীতিবিদ প্রায়াত বীর মুক্তিযোদ্ধা নবী আলী মৃধার নাতনী মোঃ মারুফ হোসেন তাসিন ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তাসিন সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
তাসিন ২০১৭ সালে অনুষ্ঠিত পি.এস.সি পরীক্ষায় ৫৪নং রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সে জিপিএ ৫.০০ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
তার পিতা মোঃ মিজানুর রহমান, গলাচিপা উপজেলার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ কর্মরত আছে এবং মাতা তাছলিমা বেগম, ৫৪নং রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।
তাসিন, উচ্চ শিক্ষা গ্রহণ করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়। তার বাবা ও মা তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। ছেলের ফলাফলে বাবা-মা ও আত্মীয় স্বজন অত্যন্ত আনন্দিত।