মো:শফিয়ার রহমান
বিএনপি-জামায়েত জোটের শান্তিপূর্ণ আন্দোলনের নামে পথ অবরোধ, গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ করে ক্ষয়ক্ষতিসহ পুলিশের উপর হামলা ও বিশৃঙ্খলা’র ঘটনায় সারা দেশের ন্যায় খুলনার পাইকগাছায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা সদরে আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে হাজারো নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শেষ করে পৌরসভা পোষ্ট অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও খুলনা-৬’র সাবেক এমপি এ্যাডভোকেট সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা ও পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় এ সমাবেশ উপস্থিত ছিলেন জেলা আ’লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিঃ মাহাবুবুল আলম, জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, রাড়ুলী ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউপি’ চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জিএম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, দীপক মন্ডল,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্ত্তী, পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ, প্রভাষক নিবেদিত মন্ডল, যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন, মহিলা আ’লীগ নেত্রী ফাতেমাতুজ জোহরা রুপা, শেখ জুলি নাজমা কামাল রাবেয়া বেগম লতা আমিনসহ উপজেলা আ’লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।