বরগুনা প্রতিনিধি,
বরগুনা জেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় জেলা প্রশাসক কার্যালয়ে সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বরগুনা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টাস ইউনিটি, সহ জেলার সকল কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধি ইমরান হোসেন টিটু , সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আরিফ হোসেন ফসল,সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাই টিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন। সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক চ্যানেল এস টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি তালুকদার মোঃ মাসুদ, সহ আরো অনেকে।