1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে সাপের কামড়ে প্রান গেলো গৃহবধূর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১২৪ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বিষধর সাপের কামড়ে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রবিবার (৬ আগস্ট) রাত ৮ টার দিকে মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।মৃত গৃহবধূর নাম রাশেদা বেগম (৩২)। সে আশরাফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী জানান,রাতের অন্ধকারে রাশেদা বেগম পাশের বাড়ি থেকে ফেরার সময় তাঁর পায়ে বিষধর সাপ কামড় দেয়।কিন্তু রাশেদা বেগম বিষয়টি গুরুত্ব না দিয়ে পোকা মাকঠ কামড় দিয়েছে মনে করে বাড়িতে গিয়ে কাউকে না জানিয়ে বিছানায় শুয়ে পড়ে। প্রায় একঘন্টা পর বিষের তীব্রতা অসহনীয় পর্যায়ে গেলে রাশেদা চিৎকার শুরু করে। তার চিৎকারে পারা প্রতিবেশি ও স্বজনরা তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে সাপে কামড় দিয়েছে বলে নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসকরা। তাকে দ্রুত বগুড়া নেয়ার পরামর্শ দিলে স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কিছুক্ষণ পর রাশেদার মৃত্যু হয়।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫নং ওয়ার্ডের সদস্য মমতাজ হোসেন সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার তার দাফন কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং