আব্দুল মুনতাকিন জুয়েল,স্টাফ রিপোর্টারঃ
ঢাকা খিলগাঁও সবুজবাগ বাসাবো এলাকা মাদারটেক নদীপাড়া ছোট বতলা এলাকা থেকে মোঃ জহুরুল হক, (৫০) বছরের এক ব্যক্তি হারিয়ে যায়, তিনি ঐ এলাকারন মোঃ মনির হোসেন এর গ্যারেজে রিক্সা গাড়ি চালাতেন, গত ৪.৮,২০২৩ তারিখ রোজ শুক্রবার, সকালে ৬ ঘটিকায়, নদীপাড়া ছোট বতলা ঢাকা বাসা থেকে বের হয়ে যায়, এরপর থেকে তাহার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তাহার পরিবারের লোকজন জানায় তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছে, তাহার সামান্য পরিমাণ মানসিক সমস্যা রয়েছে। নিখোঁজ মোঃ জহুরুল হকের গ্রামের বাড়ী গাইবান্ধা সদর উপজেলার পুলিশ লাইনে দক্ষিণ পাশে ইনদ্রীরাপারে তাহার পিতার নাম মোঃ বছির উদ্দিন ,যদি কোন ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন নিচে দেওয়া, নিখোঁজ জহরুল ইসলামের ছেলের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো – ০১৭২৫৪৫৪৯৯৬