আশরাফুল আলম সরকার,নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বিকেএ গাজীপুর জেলা কমিটির আহবায়ক এম.এম কাজল রানার বাড়িতে বারান্দার গ্রীল ও বসত ঘরের গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে।
৮ তারিখ মঙ্গলবার রাত আনুমানিক ৩ টার দিকে এই ঘটনা ঘটে।এস.এম কাজল রানা সাংবাদিকদের
জানান- রাত আনুমানিক তিনটার দিকে আমার বাড়ির বারান্দার গ্রিল কাটে , এবং আমার ছেলের রুমে ঢুকে একটি স্মার্ট ফোন চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আরেকটি জানালার গ্রিল কাটতে গিয়ে বিকট শব্দ শুনতে পাই। সাথে সাথে ঘুম থেকে উঠে বাহিরে গেলে দৌড় দিয়ে পালিয়ে যায়।
এ সময় চুরের রেখে যাওয়া বেশ কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়।ঘটনা টি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এস.এম কাজল রানার নিজ বাড়িতে ঘটে। এই বিষয়ে এস এম কাজল রানা সঠিক তদন্ত সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি এবং সিনিয়র সাংবাদিক আশরাফুল আলম সরকার বলেন, অতি দ্রুত উক্ত ঘটনার তদন্ত করে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে শৃঙ্খলা বাহিনী শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এম নাসিম সাহেব এর দৃষ্টি আকর্ষণ করেন।