1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

পাইকগাছার বিতর্কিত সেই স্বাস্থ্য সহকারী মামুন বদলী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৪৮ Time View

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা:

খুলনার পাইকগাছা হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্তের পর এবার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে। রোগীর স্বজন চার শ্রমিককে কলম দিয়ে খুঁচিয়ে আহত করার ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে এ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানা গেছে। পূর্বে তদন্ত কমিটির সুপারিশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মৌখিকভাবে সব দাপ্তরিক কাজ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
গত ২০ জুলাই বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা এসডি পরিবহনের ম্যানেজার শাহিনুর রহমান আসাদুল সানা নামে এক রোগীকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে জরুরি বিভাগে ভর্তি করাতে নিয়ে আসেন। এ সময় রোগীর চেয়ারে বসালে উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন রোগী ও তার স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে নড়েচড়ে বসে হাসপাতাল প্রশাসন। এর আগে এই চিকিৎসক আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রে একইভাবে সাংবাদিকদের ওপর হামলা করে আহত করে ও চার সাংবাদিকসহ পাঁচজনের নামে মামলাও করেন।
গত ২৫ জুলাই সোমবার হাসপাতালের সম্মেলন কক্ষে পরিবহন শ্রমিকদের কাছ থেকে তদন্ত কমিটির সদস্যরা অভিযোগের বিষয়ে শুনানি করেন। কমিটির সভাপতি ডা. সুজন কুমার সরকার, ডা. সঞ্জয় কুমার মণ্ডল এবং আক্তার হোসেন ঘটনার দিন আহত চার শ্রমিকের কাছ থেকে লিখিত জবানবন্দি নেন। তদন্ত কমিটি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদারের নিকট তদন্ত রিপোর্ট জমা দেয়ার পর আব্দুল্লাহ আল মামুনকে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা সিভিল সার্জনকে সুপারিশ করেন। সে মতে গত ৬ই আগষ্ট ২৩ তারিখে খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত ১২৪৫ (৯) স্মারকে আব্দুল্লাহ আল মামুন কে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করেন এবং আগমি সাত দিনের মধ্য পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
শ্রমিক নেতা শাহিনুর রহমান দৈনিক ঢাকা প্রতিদিনকে জানান, আব্দুল্লাহ আল মামুনকে অন্যত্রে বদলিতে আমরা খুশি না। তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা শাস্তির দাবিতে আন্দোলনে নামবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং