নিজস্ব প্রতিবেদক:
হাসপাতাল থেকে মৃত্যু সনদ নিয়ে বাসায় ফেরার পথে বেঁচে ওঠা সেই শিশুটির মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে কন্যাশিশুটিকে মৃত ঘোষণা করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।
এর আগে, মঙ্গলবার সকালে শিশুটিকে মৃত্যু সনদ দিয়ে হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরে বিকেলে তাকে নিয়ে ত্রিশাল উপজেলার গ্রামের বাড়িতে ফিরছিলেন বাবা সাইফুল ইসলাম। পথে সিএনজিচালিত অটোরিকশায় বসে শিশুটি নড়েচড়ে ওঠে। পরে তাকে নিয়ে হাসপাতালে ফেরত যান তিনি।
হাসপাতালে নেয়ার পর তাকে শিশুটিকে আবারও নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলো সময়ের আগে জন্ম নেয়া শিশুটি।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটি বুধবার থেকে কাজ করছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।