স্পোর্টস ডেক্স:
শনিবারের (১২ আগস্ট) ভেতর এশিয়া কাপে অংশ নেয়া দলগুলোর স্কোয়াড ঘোষণার দিন বেধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বেধে দেয়া ডেডলাইনের দিন আসছে বাংলাদেশের বহুল প্রতিক্ষিত স্কোয়াড।
এবারের এশিয়া কাপে ১৭ সদস্যের দল ইতোমধ্যেই চূড়ান্ত করেছে টিম ম্যানেজমেন্ট। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছেন। একইসঙ্গে ইঙ্গিত দিয়েছেন ১৭ জনের স্কোয়াডে জায়গা পেতে যাচ্ছেন কারা।
পাপনের সেই স্কোয়াডে অতিরিক্তের তালিকায় ঠাই হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, শামিম হোসেন পাটোয়ারি ও আফিফ হোসেনের।
বোর্ড সভাপতি ইঙ্গিত দিয়েছেন চার পেসার থাকবেন এশিয়া কাপের স্কোয়াডে। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন ইউনিট সামলানোর দায়িত্বভার বর্তাবে নাসুম আহমেদের ওপর। এছাড়াও তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের থাকাটা নিশ্চিত। বাকি থাকে শুধু একজন ওপেনার। এই হলো পাপনের একাদশ।