নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) তে রংপুর বিভাগীয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক বিশিস্ট প্রথম কমিটি প্রকাশ করেছে।
আজ কুরআনিক সাইন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ ইয়াসির আরাফাত কে সভাপতি ও অর্থনীতি এবং ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে উক্ত কমিটির অনুমোদন দেন এসোসিয়েশনটির উপদেষ্টাগন। উল্লেখ্য সভাপতি পদপ্রাপ্ত মোঃ ইয়াসির আরাফাত রংপুর বিভাগের রংপুর সদরের বাসিন্দা এবং সাধারন সম্পাদক পদপ্রাপ্ত মেহেদী হাসান রংপুর বিভাগের গাইবান্ধা জেলার বাসিন্দা।
এই কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে রংপুর বিভাগের ছাত্র-ছাত্রীদের ভ্রাতৃত্বের মেলবন্ধন আরো দৃঢ় হবে বলে মনে করেন সভাপতি পদপ্রাপ্ত মোঃ ইয়াসির আরাফাত।
শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি প্রকাশিত হবে বলে জানান সাধারণ সম্পাদক পদপ্রাপ্ত মেহেদী হাসান।