এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার গাঁজা নাসির নামে খ্যাত একাধিক মাদক মামলার আসামি মাদক কারবারি নাসির গাজী, ইয়াবা কারবারি রাকিব ও সুমন কে ১ হাজার পিচ ইয়াবা সহ আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাউফল থানার ওসি এটিএম আনিচুল হক ও তদন্ত ওসি মিজানুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মনমথের নেতৃত্বে রোববার (১৩ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে বিলবিলাস বাজার সংলগ্ন গাজী বাড়ি থেকে থেকে তাদের আটক করা হয়। এসময় ১ হাজার পিচ ইয়াবা সহ ইয়াবা বিক্রির বিভিন্ন নোটের ৫ হাজার ৯শত টাকা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীরা হলো:- ০১। মোঃ নাসির গাজী (৪৫), পিতা-মৃত হাতেম গাজী। ০২। মোঃ রাকিব (২৫), পিতা-মোঃ আদম আলী। ০৩। মোঃ সুমন গাজী (২৫), পিতা-দুলাল গাজী, উভয় সাং-বিলবিলাস, ওয়ার্ড নং-০৪, বাউফল।
জানা যায়, তারা চিহ্নিত মাদক কারবারি। তারা বিলবিলাস বাজার এলাকা সহ বিভিন্ন এলাকা নিয়ে তারা মাদকের রমরমা ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এই মাদক কারবারিদের সাথে সংঘবদ্ধ ভাবে বিলবিলাস বাজার সহ আশপাশের একাধিক লোক জরিত। যা তাদের ছত্রছায়ায় এই ব্যবসা চলমান রয়েছে। তারা বিভিন্ন সময় একাধিকবার গ্রেফতার হয়ে জেল খেটে মোটা অংকের টাকা দিয়ে জামিনে এসে পুনরায় ব্যবসায় লিপ্ত থাকে।
এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আনিচুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এখন আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।########
(13/8/2023)