নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসরাইল মিয়া,সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা,উপজেলা চেয়ারম্যান মুশতাকুর রহমান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান,উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খান সহ স্থানীয় আওয়ামী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এর আগে কুরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।