নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুরে বিভীষিকাময় ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট (সোমবার) বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের সাপুড় বাজারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বলিয়ার্দী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক রফিকুন্নবী সাথী।
বাজিতপুর উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন বলিয়ার্দী ইউনিয়ন আওয়ামিলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল হুদা মঞ্জু,৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রাখেশ বাবু,সাবেক স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহমেদ,বলিয়ার্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: মাখন মিয়া,বলিয়ার্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল হাকিম,বাজিতপুর উপজেলা ছাত্রলীগ নেতা জোবায়ের আহমেদ সহ অন্যরা।
এসময় ২১ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং পরে মিষ্টি বিতরণ করা হয়।