1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
Title :
শ্রীপুরে তুলার গোডাউনে আগুন শুক্রবারে বিয়ে সোমবারে শ্বশুর বাড়ি যেতে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু পাইকগাছায় পলিথিনসহ বর্জ্য দূষণ হ্রাস ও সুন্দরবনের উন্নয়ণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  বিশ্বাস ঘাতক প্রেমিকার জন্মদিনে কেক কেটে প্রেমিকের ব্যতিক্রমী জন্মদিন পালন নীলফামারীর পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ শিশুকে নিয়ে ট্রেনের নিচে পড়ে মায়ের আত্মহত্যা বাংলাদেশ হাইকমিশন কর্তৃক বৃটিশ পাসপোর্টে নো- ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে পলাশবাড়ীতে ৪০ পদের চা বিক্রি করে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান মোঃ মজনু নিমাইয়ের বাড়িতে ১৬ তম বার্ষিক ওরশ মোবারক গাজীপুরের শ্রীপুরে জুট গুদামে ভয়াবহ আগুন

জাহিদ হাসান জয় পুলিশ ক্যাডারে প্রথম, ৪১তম বিসিএস সফল ভাইভা অভিজ্ঞতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৬৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

ভাইভা বোর্ডে ২৩-২৪ মিনিটের মতো ছিলাম।

চার নম্বর সিরিয়ালে আমার ডাক পড়ল, দরজা খুলে ভেতরে ঢুকলাম। প্রথমেই সালাম দিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম।

চেয়ারম্যান : বসেন।
আমি : ধন্যবাদ স্যার।

চেয়ারম্যান : আপনি সমবায় ক্যাডারে আছেন দেখছি। কোন বিসিএস থেকে?
আমি : স্যার, ৪০তম বিসিএস। অ্যাপিয়ার্ড দিয়ে দেওয়া হয়েছিল ৪০তম বিসিএস।

চেয়ারম্যান : বাহ! আপনি তো অনেক ইয়াং, ভালো করেছেন। তো এখন কোন ক্যাডারে যেতে চান?
আমি : স্যার, বিসিএস পুলিশ ক্যাডারে।
চেয়ারম্যান : সেকেন্ড চয়েস কী?
আমি : প্রশাসন ক্যাডার।
চেয়ারম্যান : পড়াশোনা কোথায় করেছেন?
আমি : স্যার, আমি শরীয়তপুর থেকে এসএসসি শেষ করে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেছি।
এক্সটার্নাল—১ : আচ্ছা, ক্যাডার পরিবর্তনের ক্ষেত্রে সবাই তো পররাষ্ট্র ক্যাডারে যেতে চাইবে, তো আপনার ক্যাডার পছন্দক্রমে ‘পররাষ্ট্র’ নেই কেন?
আমি : স্যার, শৈশব থেকেই আমার ইউনিফর্মকেন্দ্রিক পেশার প্রতি আকর্ষণ।

আমার দুই মামা সেনাবাহিনীতে চাকরির সুবাদে ছোটবেলায় মামাদের কাছে তাঁদের স্যারদের গল্প শুনতাম। এরপর যখন আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়েছি, তখন সামনে থেকে দেখেছি। আর তখন থেকেই নিজেকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় একজন অফিসার হিসেবে দেখতে চেয়েছি।

এক্সটার্নাল—১ : ইউনিফর্মের বিশেষত্ব কী?
আমি : স্যার, স্যালুট দেওয়ার যে রীতি রয়েছে, তা আমাকে বেশ আকর্ষণ করে। যেমন—স্যার, কখনো জাতীয় সংগীত বাজানো হলে সবাই দাঁড়িয়ে সম্মান জানায় আর ইউনিফর্মে যাঁরা থাকেন তাঁরা স্যালুটরত থাকেন। আমি এই সুযোগটি নিতে চাই, স্যার।
এক্সটার্নাল—১: But, Jahid, if I ask you to define Police and Corruption, how you will describe?
আমি : Sir, I want to answer this question in details, if you permit?
এক্সটার্নাল—১: Sure.
আমি : Sir, From the very beginning of the police service from British era, the police were used to collecting tax from the people and thus they were used as the tool of oppressing people. So, that mindset of the people belongs now onwards as well. Besides, in Bangladesh there have only 120 police members for one lakh people. So, often, police can’t serve the people rapidly that they expect. Again, Police is a force of 2.2 lakh members. If there have any members who committed unlawful activities, the burden has come over the entire force not into that particular person. So, I think sir, Police is trying it’s best within his capability and now the police are more transparent, responsible and Pro-people from than any time.
এক্সটার্নাল—১ : What are the activities you are mentioning that make police as pro-people?
আমি : Firstly, I want to mention the Beat Policing then Community policing that help people to engage more closely with the police. Besides, Police women network and cyber police helps a lot to the victims in rapid manner. Again, I will mention about the national emergency number 999 that is another pro-people policing of the police. Lastly, in the Corona pandemic, Police showed how they work for the people in the national crisis.
এক্সটার্নাল—১ : Okay, so Jahid, I think you listened the 7th March Speech of our Father of the nation. Tell me, how it is different from other speeches within the world?
আমি : Sir, Our Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman was a charismatic leader, he knew the urge of the people, could feel the pain of the people. In his 7th March speech, Bangabandhu described the oppressions of the Pakistani Government from the very beginning and directed the people of Bangladesh how to get the independence of the country. Sir, the speech is different because of the indirect but direct declaration of independence of Bangladesh.
এক্সটার্নাল—১ : Why Bangabandhu didn’t declare the independence directly?
আমি: Because, if Bangabandhu did that, it would be more complex to get the recognitions from the other countries and Pakistan would try to defame the Liberation war as rebellion.
এক্সটার্নাল—২ : আচ্ছা, জাহিদ, আপনি তো আইবিএ থেকে এমবিএ করেছেন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়াশোনা করেছেন। আপনাকে ম্যানেজমেন্ট থেকে জিজ্ঞেস করব। মোটিভেশন থিওরি পড়েছেন? নাম বলেন তো—সব থেকে বিখ্যাত যে থিওরিটি?
আমি : জি স্যার, আব্রাহাম মাসলোর হায়ারার্কি অব নিডস থিওরি।
এক্সটার্নাল—২ : এর কয়টি স্টেজ? কী কী?
আমি : পাঁচটি স্টেজ আছে স্যার। hysiological Needs, Safety Needs, Love and Affection Needs, Esteem Needs, Self-actualization।
এক্সটার্নাল—২ : আচ্ছা, আমাকে Self-actualization-টা একটু বুঝিয়ে বলেন?
আমি : একজন ব্যক্তি যখন তার সব পটেনশিয়াল অনুযায়ী চাওয়াগুলো অর্জন করে ফেলে, মানুষের চাওয়ার সেই ধাপকে বলে Self-actualization।
এক্সটার্নাল—২ : আচ্ছা, ম্যাকগ্রেগরের X & Y theory কিভাবে পুলিশে কাজে লাগাবেন?
আমি : স্যার, X ক্যাটাগরির এমপ্লয়িরা নিজে থেকে কাজ করতে চায় না। তাই তাদের পানিশমেন্ট এবং রিওয়ার্ডস দিয়ে কাজ করাতে হবে এবং Y ক্যাটাগরির এমপ্লয়িরা নিজে থেকে কাজ করতে চায়, তাই তাদের promotions, rewards, recognitions ইত্যাদি দিয়ে কাজ করাতে হবে।
এক্সটার্নাল—২ : What is the difference between power and authority?
আমি : Power is the ability to influence others whereas if there has the legitimate base of the power is called Authority।
চেয়ারম্যান : আচ্ছা, এই যে সবাই এখন ঢাকায় আসতে চায়, এই যে শুধু ঢাকাকেন্দ্রিক মাইগ্রেশন তো দেশের জন্য ভালো কিছু নয়। সরকার এ সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিয়েছে কি না?
আমি : জি স্যার। সরকার ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে সরকার গ্রামেই শহরের সুবিধা পৌঁছে দেবে। ফলে মানুষের এই শহরমুখী মাইগ্রেশন অনেকাংশে কমবে বলে আমি মনে করি।
চেয়ারম্যান : আপনি একজন ইউএনও হলে এই কর্মসূচি বাস্তবায়নে সর্বপ্রথম কী পদক্ষেপ নেবেন বলে মনে করেন?
আমি : স্যার, মানুষ মূলত কর্মসংস্থানের খোঁজেই শহরমুখী বেশি হয়। তাই আমি তরুণ জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের জন্য আমার এলাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
চেয়ারম্যান : বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? এ খাত থেকে কয়েকটি সেক্টরের নাম বলেন।
আমি : সেবা খাতের। পরিবহন, এভিয়েশন, হোটেল ইত্যাদি।
চেয়ারম্যান : আপনার কাছে অফিসের একটা ফাইল এলে সবার আগে কী করবেন?
আমি : স্যার, ফাইলের বিষয়বস্তু কী এবং ফাইলটি আমার কাছেই এসেছে কি না দেখব।
চেয়ারম্যান : এটাই কেন দেখবেন?
আমি : স্যার, আমার কমনসেন্স থেকে স্যার।
চেয়ারম্যান : না, এটা সাধারণ জ্ঞান।
আমি : স্যরি স্যার।
চেয়ারম্যান : আচ্ছা, বলেন তো সাধারণ জ্ঞান আর কমনসেন্সের পার্থক্য কী?
আমি : (কিছুক্ষণ ভেবে) স্যরি স্যার। এই মুহূর্তে ডিফারেনশিয়েট করতে পারছি না।
চেয়ারম্যান : কেন, কমন পড়েনি? (হাসলেন)। আচ্ছা, আপনি তাহলে আসেন।
আমি: ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং