ডেস্ক নিউজ
ফুলপুরের বালিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা ও ফেইসবুকে অপপ্রচারকারীদের বিরোদ্ধে মাওলানা নুরুল হক সাহেবের হুশিয়ারী, মাওলানা নুরুল হক সাহেব একজন আদর্শবাণ আলেম, তার সাথে প্রতিবেশীর জমি সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে প্রতিপক্ষের মিথ্যা ভিত্তিহীন মন্তব্য ও প্রচারে অতিষ্ঠ হয়ে তিনি এই প্রতিনিধিকে জানান -তার উপর আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও মনগড়া তাকে হেয়পতিপন্ন করার পায়তারা করে একদল দুশ্চকৃতিকারী তার ভূমি দখল করার চেষ্টা করছে।
তিনি আরোও বলেন -তিনি এক খন্ড জায়গা কিনে ফিসারী ও অপর খন্ডে একটি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলে তাতে একদলের কুনজর পরলে এসব মনগড়া তথ্য প্রকাশ করে তার সম্মান বিনষ্ট ও প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করার চেষ্টা করে যাচ্ছে। এই ব্যাপারে আইনি পক্রিয়া চলমানাধীন।
তিনি সকলকে অপপ্রচার হতে বিরত থাকার আহ্বান জানান।