মোছাঃ শারমিন আক্তার বগুড়া জেলা প্রতিনিধিঃ
আজ ৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ মহামতি শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, রাজশাহী মহানগরের হনুমান জিউর আখড়া ,সাহেব বাজার জিরো পয়েন্টে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয়।
শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রস্তুত আছে আরএমপি’র সিআরটি ও বোম ডিসপোজাল ইউনিট।
এছাড়াও নগরীতে ডিবি পুলিশ টহল এবং সাদা পোষাকে পুলিশ গোয়েন্দা নজরদারী করছে। অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে জন্মাষ্টমীর শোভাযাত্রাকে ড্রোনের মাধ্যমে মনিটরিং করাসহ ভিডিও চিত্র ধারণ করা হয়। বাধাহীন শোভাযাত্রা সম্পন্ন করতে আরএমপি’র ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।