কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি
কপিলমুনিতে নির্মাণ বিপণী মালিক প্রভাবশালী বিপ্লব সাধুর অঙ্গুলী হেলেনে পুলিশের এস আই সাহাজুল কর্তৃক বরফ ব্যবসায়ীকে হুমকি ধামকি ও সর্বশেষ ২০ হাজার টাকা দাবির ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন কপিলমুনি বাজারের বরফ মিল মালিক বিধান বিশ্বাস। রবিবার কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে বিপ্লবে সাধু ও পুলিশের এস আইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ এনে উধর্ক্ষতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কপিলমুনি বাজারের একজন ব্যবসায়ী। বাজারের উত্তর প্রান্তে আমার বরফ কলসহ ব্যবসা রয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন ও রানীকুঠিরের পাশে আমার নিজস্ব একখন্ড জমি রয়েছে। যেখানে বিভিন্ন ফলজ বৃক্ষ রয়েছে। এরই পাশে কপিলমুনি বাজারের প্রভাবশালী ব্যবসায়ী নির্মাণ বিপণীর মালিক বিশ্বনাথ সাধুর পুত্র বিঋব সাধুর সাধু স্টীল কর্পোরেশনের ভবনের কাজ চলমান রয়েছে। ১২ সেপ্টেম্বর আমাকে না জানিয়ে বিপ্লব সাধুর নির্দেশে তার কর্মচারী ও নিজস্ব লোকজন আমার জমির সীমানায় লাগানো ৩টি মাঝারি সাইজের আমগাছ কেটে ফেলে। এ ঘটনায় আমি রীতিমতো হতচকিৎ হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। এলাকার মানুষকে বিষয়টি জানালে বিপ্লব নিজের বে-আইনি কাজকে সামাল দিতে এবং আমি কোন আইনী পদক্ষেপ গ্রহণ করছি কিনা এ আশঙ্কায় বর্তমানে পুলিশ দিয়ে আমাকে হয়রানি করতে উঠে পড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এস আই সাহাজুল ইসলাম (সাজু) সঙ্গীয় ফোর্সসহ আমার ব্যবসা প্রতিষ্ঠান বরফ মিলে এসে আমাকে তাৎক্ষণিক পাইকগাছা থানা ওসি সাহেব ডেকেছে বলে যেতে বলেন। আমি এস আই সাহাজুলকে বলি ওসি স্যার আমাকে কোন বিষয়ে ডেকেছেন? তখন তিনি রাগান্বিত হয়ে কিছু না জানিয়ে আমাকে তাদের সাথে যেতে বলেন। আমি থানায় সাক্ষাতের জন্য একদিন সময় প্রার্থনা করলে এস আই সাহাজুল ফাঁড়িতে ফিরে যান। পরবর্তীতে দুপুর ১ টার দিকে এস আই সাহাজুল পুনরায় আমার বরফ মিলে আসেন এবং আমাকে ধমকা-ধমকি করেন। এক পর্যায় আমি সাহাজুলকে বলি স্যার আমি কি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করেন। তখন তিনি পাশে ডেকে নিয়ে বলেন, যদি তুমি বিশ হাজার টাকা দাও তবে আমি মিটাতে পারি। তোমাকে থানায় ওসি সাহেবের কাছে যাওয়া লাগবে না। এমন পরিস্থিতিতে আমিসহ আমার পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছি। যে কারণে বিপ্লব সাধুর অপকৌশল ও অঙ্গুলি হেলেনে পুলিশের এস আই সাহাজুলের এহেন কর্মকান্ডের হাত থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এব্যাপারে বিপ্লব সাধু জানান, গাছের ছোট কয়েকটি ডাল কাটা হয়েছে। যা আমার নির্মাণ কাজে বাঁধা দিচ্ছিল। তবে তিনি পুলিশী হয়রানির বিষয়টি অস্বীকার করেন। এসআই সাহাজুল বলেন, ওসি সাহেবের নির্দেশে সেখানে গিয়েছিলাম। বিপ্লব সাধুর এক লিখিত অভিযোগের ভিত্তিতে আমি বিধানের কাছে বিষয়টি জানতে চেয়েছি। অর্থ দাবির অভিযোগ বিষয়টি অসত্য বলে দাবি করেন।