নিজস্ব সংবাদদাতা:
কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ (২২ই সেপ্টেম্বর) ০৭:১০ মিনিটে সোনালী ব্যাংক, সদর দক্ষিণ উপজেলা শাখা, কুমিল্লা সংলগ্ন রাস্তা দিয়ে আগত একটি মোটর সাইকেলকে থামার সংকেত দিলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে আসামী মোঃ মেহেদী হাসান (২৬) কে আটক করে। আটকৃত আসামী মোঃ মেহেদী হাসান (২৬) এর দেহ তল্লাশীকরে ডান হাতে থাকা একটি সাদা রংয়ের শপিং ব্যাগের ভেতরে ৬২০০ (ছয় হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ কেজি গাঁজা, নগদ ২৪,৬০০/- টাকা, ০২ টি বাংলাদেশী পাসপোর্ট, ইয়াবা সেবন করার ২০ টি বিশেষ পাইপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ মেহেদী হাসান (২৬), কুমিল্লা সিটি কর্পোরশেন ২২নং ওয়ার্ডের শ্রীবল্লভপুর গ্রামের মোঃখোকন মিয়ার ছেলে।
এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৩০, তাং-২৩/০৯/২০২৩ইং, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(গ)/১৯(ক) /৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ তে মামলা রুজু করা হয়েছে।