নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিভিন্ন এলাকায় জনসভা করে যাচ্ছে মুখলেছুর রহমান বাদল।
তারই ধারাবাহিকতায় ২ ২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় পাকুন্দিয়া আলুর স্টোর বাজারে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল এর প্রসিকিউটর অতিরিক্ত এটর্নি জেনারেল মুখলেছুর রহমান বাদলের পক্ষ থেকে একটি বিশাল উন্নয়নের ধারাবাহিকতার জনসভার আয়োজন করা হয়।
উক্ত জনসভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান বার কাউন্সিল এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল এর অতিরিক্ত এটর্নি জেনারেল মুখলেছুর রহমান বাদল, প্রধান বক্তা কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি জনাব আহমেদ উল্লাহ, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবলীগের শিল্প বিষয়ক সম্পাদক নজিবুর রহমান নিপু, পাকুন্দিয়া উপজেলা কৃষকলীগ সভাপতি এ্যাড. আব্দুল আওয়াল, ঢাকা আইন জেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগের সাধার সম্পাদক এম সাচ্ছু আহম্মেদ, পাকুন্দিয়া কৃষকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সেলিম,কটিয়াদী পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম , জহিরুল ইসলাম সুমন মাস্টার,কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আলমগীর হোসেন জনি সহ কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মুখলেছুর রহমান বাদল বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের দিকগুলোর কথা তুলে ধরেন ও উন্নয়নের কাজ অব্যাহত রাখার জন্য আগামী দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে জয়যুক্ত করার আহ্বান করেন।