নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১২ই রবিউল আউয়াল। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রীষ্টাব্দের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর শুভ আবির্ভাব ঘটে।
তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কটিয়াদীতে রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী পালিত হয়।
১২ই রবিউল আউয়াল সকাল ১০ টায় বেথইর আনন্দ বাজার থেকে আনন্দ র্যালি শুরু করে কটিয়াদী বাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ যায়গাগুলো এসময় প্রদক্ষিন করে,পূনরায় বেথইর আনন্দ বাজার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে এসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটির শেষ হয়।
এসময় হযরত মাও: হাফেজ আবু বক্কর ছিদ্দিক রেজভীর পরিচালনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা রেজভীয়া দরবার শরীফের সাধারন সম্পাদক আলামিন রেজভী,জেলার সদস্য ও কটিয়াদী উপজেলার উপদেষ্টা মানিক রেজভী, অর্থ সম্পাদক মো: মিজান রেজভী সহ অন্যান্য।
এসময় এতে আরও অংশগ্রহণ করেন মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি তরিকুল ইসলাম টিটু সহ আরও অনেকে।