বরগুনা প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বরগুনার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মোনাজাত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেন
বরগুনা- ১ আসনের (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, এস এম মশিউর রহমান শিহাব।
দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এস এম মশিউর রহমান শিহাব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের জন্য শ্রেষ্ঠ সম্পদ। দেশবাসীর জন্য আরও সেবা করার মহান আল্লাহ তাকে সকল প্রকার দেশী, বিদেশি চক্রান্তকারীদের হাত থেকে হেফাজত করেন।
আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী করবেন এটাই আমার প্রত্যাশা।