এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম উদ্দিন একের পর এক সামাজিক উন্নয়ন করে চলছেন। চলছেন তার ওয়ার্ড জনগণের বিভিন্ন ভাবে দুঃখ সুখে নিরাপত্তার বাহক হয়ে। প্রতিনিয়ত তার কাজে মুগ্ধ হচ্ছে জনগণ।
সরেজমিনে ৯নং ওয়ার্ডের একাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, জসিম মেম্বার একজন তরুণ সমাজ সেবক। তিনি বিপুল পরিমাণ ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হন। অনেক আশা ভরসা করে তাকে ভোট দিয়ে সাধারণ মানুষ তাকে নির্বাচিত করেছেন। তা সব সময় বজায় রাখতে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন মেম্বার জসিম উদ্দিন। তার এই কাজকর্মে খুশি সকল পর্যায়ের সাধারণ মানুষ। তাকে ভবিষ্যতেও আবারও মেম্বার হিসেবে সবাই চায় বলে জানা গেছে।
এবিষয়ে মেম্বার মোঃ জসিম উদ্দিন বলেন, জনগণই আমার মূল হাতিয়ার। তাদের জন্যই আজ আমি মেম্বার নির্বাচিত হয়েছি। তাই তাদের সুখে দুখে পাশে সবসময় থাকছি এবং থাকতে চাই। তাদের স্বার্থে আমি বিশেষ বরাদ্দ, ৪০ দিনের কর্মসূচি, টিআর, মান্তা সম্প্রদায়ের উন্নয়ন করে যাচ্ছি। এখন চোর ডাকাত, মাদক, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার নেতা কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ফয়সল আহমেদ মনির মোল্লার দিকনির্দেশনায় জনগণের নিরাপত্তা স্বার্থে প্রতিদিন প্রতিনিয়ত রাতের টহল সহ নজরদারি রাখছি। ইনশাআল্লাহ আমার জনগণ আছে, আমি আছি বলে জানান।