নিজস্ব প্রতিবেদক:
অবিলম্বে সরকারের পদত্যাগ জাতীয় সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবি ও মাদার অব ডেমোক্রেসি, বিএনপি চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যায় বন্দিত্ব থেকে নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ করে চিকিৎসা নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ অক্টোবর)সকালে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি মধ্যে যথাক্রমে, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জননেতা ফারুক আহম্মেদ, ফারুক আলম সরকার, শহিদুজ্জামান শহীদ,আলহাজ্ব মোহাম্মদ আলী,গোবিন্দগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহম্মদ, মোরশেদ হাবিব সোহেল, শামছুল হাসান, কাজী আমিরুল ইসলাম ফকু,, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, আবুল কালাম আজাদ আব্দুস সালাম, মাহমুদ হাসান প্রাং, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোশারফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বাবু, আনিসুর রহমান নাদিম, বিভিন্ন উপজেলা ও পৌর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ মন্ডল, বাবুল আহমেদ, রবিউল কবির মনু, আব্দুস সালাম আবু আলা মওদুদ,আবু জাফর লেলিন, মুশফিকুর রহমান রিপন, নোটাস খান, সাজাদুর রহমান সাজু সহ জেলা বিএনপির ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।