নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে কটিয়াদী পৌর সদরের বাগরাইট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কটিয়াদী পৌর সদরের বাগরাইট এলাকার মৃত রবিউল আওয়ালের ছেলে মজিবুর রহমান (৩৩) অপর দুই আসামী একই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে রাজন মিয়া (২৯) ও মৃত মুসলিম মিয়ার ছেলে মনির মিয়া (৩৫)
পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার এসআই (নিঃ) শফিকুল ইসলামের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম। খবর পেয়ে মাদক কারবারিরা সেখান থেকে তাদেরকে তাৎক্ষণিক আটক করে থানায় নিয়ে আসেন। এবং পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।