বরগুনা সংবাদদাতা:
শান্তি, শৃঙ্খলা,উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা শ্লোগানকে সামনে রেখে বরগুনায় আনসার ভিডিপি’র জেলা সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিএমএস রেঞ্জ কমান্ডার আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সিভিল সার্জন ফজলুল হক,জেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা প্রমূখ।
সকাল ১০টায় র্যালির মাধ্যমে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা আনসার ভিডিপি’র পক্ষে বেতাগী উপজেলার দলনপতা সুকদেক ও সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের দলনেত্রী সোনিয়া আক্তার প্রতিবেদন পাঠ করেন।
এ সময় সমবেশে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ২৭টিবাই সাইকেল, ১০টি ছাতা, ২০টি মগ, ২টি সেলাইমেশিন ও ৮ টি ক্রোকারিজ বিতরণ করা হয়। এছাড়াও প্রধান অতিথিকে ক্রেস্ট ও আমন্ত্রিত অতিথিদের মগ বিতরণ করা হয়।