আশিক ইমরান তামজিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপনে গাইবান্ধায় পুস্পস্তবক অর্পন ও বর্ণাঢ্য র্যালি ও বেলুন উড়ানো হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসন এর আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসন এর পক্ষ থেকে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।
গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান সহ অনেকে।
গাইবান্ধা জেলা পুলিশ এর পক্ষে পুস্পস্তবক অর্পন করেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপস ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোর্তিময় গোপ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা সহ অনেকে।
শেষে ব্যান্ডপার্টিযুক্ত একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুস্থলে গিয়ে শেষ হয়।