মির্জাপুর প্রতিনিধি :
জাতির পিতার সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আজ ৬০ তম জন্মদিন। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আজ বুধবার সকাল ১০:৩০ টাই নতুন কহেলা কলেজের অধ্যক্ষ ইমাম হোসেন ফারুখ এবং অত্র কলেজের শিক্ষকদের সাথে ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশাল আনন্দ র্যালি শুভ জন্মদিন ও আলোচনা এবং দোয়ার মাধ্যমে র্যালি শেষ করেন। অত্র কলেজের ছাত্রদের জন্য ফুটবল খেলার আয়োজন করেন কলেজের অধ্যক্ষ ইমাম হোসেন ফারুখ এবং সকল শিক্ষক শিক্ষিকা খেলাটি উপভোগ করেন।